Skip to main content

Dua Qunoot Bangla | দোয়া কুনূত দোয়া কুনুতের আরবী আয়াত দোয়া কুনুতের বাংলায় উচ্চারণ বাংলা অনুবাদ অর্থ ও ফজিলত

 

 Dua Qunoot  Dua Qunoot in Bangla দোয়া কুনূত দোয়া কুনুতের আরবী আয়াত  বাংলায় উচ্চারণ  বাংলা অনুবাদ অর্থ  ব্যবহার দোয়া কুনুতের ফজিলত


Dua Qunoot in English Click Here 

Dua Qunoot দোয়া কুনূত দোয়া কুনুতের আরবী আয়াত দোয়া কুনুতের বাংলায় উচ্চারণ বাংলা অনুবাদ অর্থ ও ফজিলত


Dua Qunoot দোয়া কুনূত  দুয়ায় কুনুত পড়ার নিয়ম ও গুরুত্ব

Dua Qunoot দোয়া কুনূত বিতর নামাজে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলানোর পর তাকবির দিয়ে যে দোয়া পড়তে হয়, তা-ই দোয়া কুনুত এ দোয়ার মধ্যে রয়েছে আল্লাহ কাছে অনেক গুরুত্বপূর্ণ আবেদন। অথচ এ দোয়াটি অনেক মানুষেই জানে না। যা অনেক ফজিলতপূর্ণ দোয়া দোয়া কুনূত যদি কেউ রুকুথেকে উৎারপর পরে তাহলে দুহাত তুলে দুয়া এ কুনূত পড়বে আর যদি কেউ রুকুতে যাওয়ার আগে পরে তাহলে হাত তুলবেন


দুআ কুনূত বিতর নামাজে বাধ্যতামূলক

দুয়া কুনূত কিছু লোক একটি প্রশ্ন জিজ্ঞাসা করে দুআ কুনূত বিতর নামাজে বাধ্যতামূলক কিনা 

উত্তর  দুয়া কুনূত বিতর  সালাহর জন্য বাধ্যতামূলক নয় যদি কেউ পড়তে চায় তবে পড়ুন এবং যদি কেউ পড়তে না চান তবে সমস্যা নেই তবে পরাটাই উত্তম আপনি যা চান তা করতে পারেন


Dua Qunoot Ar Arabic Ayat  দোয়া কুনুতের আরবী আয়াত


للَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ


Dua Qunoot in Bangla Dua Qunoot Ar Bangla Ochcharon দোয়া কুনুতের বাংলায় উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা আলা নাক ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক।




Dua Qunoot Ar Bangla Anobadh দোয়া কুনুতের বাংলা অনুবাদ অর্থ

বিসমিল্লাহির রাহমানির রাহীম 


হে আল্লাহ! আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি, তোমার ভরসা করিতেছি। তোমার নিকট ক্ষমা ভিক্ষা করিতেছি, তোমার উপর ঈমান আনিতেছি, তোমার ভরসা করিতেছি তোমার গুণগান করিতেছি এবং তোমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। আমরা তোমাকে অস্বীকার করি না। যাহারা তোমার হুকুম অমান্য করে তাহাদের সঙ্গে আমরা সংশ্রব সংসগ্র পরিত্যাগ করি। হে আল্লাহ! আমরা তোমারই ইবাদত করি, তোমারই খেদমতে হাজির হই এবং তোমার রহমতের আশা করি ও তোমার শাস্তিকে ভয় করি। নিশ্চই তোমার আজাব অবিশ্বাসিগণ ভোগ করিবে।


Dua Qunoot Ar Bebohar দোয়ায়ে কুনুতের ব্যবহার

রমজান মাস ব্যতীত সকল সময়ে বিতরের নামায একা একা এবং নিঃশব্দে পড়িতে হইবে। রমজান মাসে এই নমায জামায়েতের সাথে আদায় করা মুস্তাহাব। রমজান মাসে তারাবীর নামায শেষে ইমাম সাহেব প্রত্যেক রাকাতেরই সজোরে কেরাতে পাঠ করিবে এবং তৃতীয় রাকাআতে ইমাম সাহেব কেরাআত শেষ করিয়া সশব্দে “আল্লাহু আকবর” বলিয়া কান পর্যন্ত হাত উঠাইয়া পুণরায় তাহা বাঁধিবে। 


মোক্তাদিগণ চুপে চুপে শুধু ইমামের অনুকরণ করিবে। হাত বাঁধিয়া সবাই চুপে চুপে দোয়ায়ে কুনুত পড়িবে। পরে যথাবিহিত ইমাম সাহেব রুকু, সিজাদা, তাশাহুদ, দরূদ পড়িয়া ছালাম করিয়া নামায শেষ করিব, মোক্তাদিগহণও তাহার অসনুসরণ করিবে। 


যদি কেহ দোয়ায়ে কুনুত না জানে তবে না শিখা পর্যন্ত সে দোয়য়ে কুনুতের স্থলে নিম্নেক্ত দোয়া পড়িবে। 


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 


উচ্চারনঃ রাব্বানাআতিনা ফিদ্দুনিয়া হাছানাতাও ওয়াফিল আখিরাতে হাচানাতাও ওয়াকিনা আজাবান্নার। 


অথবা, তিন বার আয় আল্লাহ আমাকে মাফ কর, পড়িবে অথবা তিন বার (আল্লাহুম্মাগ ফিরলী, ইয়ারাব্বী) অর্থৎ হে আমার পতিপালক পড়িবে। কিন্তু সাবধান দোয়ায়ে কুনুত শিখিতে বিলম্ব মোটেও করিবে না।


 

 Dua Qunoot Ar Fojilat দোয়া কুনুতের ফজিলত

বিতর নামাজের তৃতীয় রাকাআতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলানোর পর তাকবির দিয়ে যে দোয়া পড়তে হয়, তা-ই দোয়া কুনুত। এ দোয়ার মধ্যে রয়েছে আল্লাহ কাছে অনেক গুরুত্বপূর্ণ আবেদন। অথচ এ দোয়াটি অনেক মানুষেই জানে না। যা অনেক ফজিলতপূর্ণ দোয়া।


দোয়া কুনুতের ভূমিকা

বিসমিল্লাহির রাহমানির রাহীম

এশার নামায পড়িবার পর বিতরের তিন রাকাআত নামায পড়িতে হয়, ইহা ওয়াজিব। পুর্বে উল্লেখিত তিন রাকাআত বিশিষ্ট নামাযের মত বেতরের নামায পড়িবে। তবে তৃতীয় রাকাআতে সূরায়ে ফাতিহার পর অন্য কোন সূরা বা আয়াত পড়িয়া আল্লাহু আকবর বলিয়া উভয় হস্ত কান পর্যন্ত উঠাইয়া পুনঃ হাত বাঁধিয়া দোয়ায়ে কুনুত পড়িবে। 


Dua Qunoot দোয়া কুনূত দোয়া কুনুতের আরবী আয়াত দোয়া কুনুতের বাংলায় উচ্চারণ বাংলা অনুবাদ অর্থ ও ফজিলত


Dua Qunoot in English Click Here 

Comments