ইসলামের পাঁচ স্তম্ভ বা ৫টি রোকন কি কি Five Pillars of Islam in Bangla
ইসলামের পাঁচ স্তম্ভ: বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের অনেক কিছু শেখাতে এসেছিলেন এবং শিকখা দিয়াসেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ'ল ইসলামের পাঁচটি স্তম্ভ আপনি কি জানেন ইসলামের পাঁচ স্তম্ভ কে কি বলে ?
আকজুন মুসলিম হিসিবে আপনার জানা এবং মানা অত্যন্ত জরুরী যে ইসলামের পাঁচ স্তম্ভ কি কি এবং তার ওপর আমল করা চলুন আমরা বিস্তারিত বাবে জেনে নেয় যে ইসলামের পাঁচ স্তম্ভ সেগুলোকি
ইসলামের পাঁচ স্তম্ভ সেগুলো হচ্ছেঃ
- (১) শাহাদাত, ( বিশ্বাস )
- (২) সালাহ , ( নামায )
- (৩) যাকাত, ( দান )
- (৪) সোয়াম, ( রোজা )
- (৫) হজ্জ্ব, ( মক্কাযাত্রা )
ইসলাম ধর্ম দাঁড়িয়ে আছে পাঁচটি পিলার বা স্তম্ভের ওপর ভর করে। এই পিলারগুলি আসলে হল মুসলিমদের অবশ্য পালনীয় কর্তব্য। এই কর্তব্যগুলিই ধরে রেখেছে ইসলাম ধর্মকে। জেনে নিন কী এই পাঁচ স্তম্ভ।
শাহাদা বা বিশ্বাস
কালেমায়ে শাহাদাত - এর অর্থ আপনাকে কালেমায়ে শাহাদাত মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা। এর আরেক অর্থ হল “ঈমান”।
শাহাদা বা বিশ্বাস হল ইসলাম ধর্মর প্রথম স্তম্ভ। বিশ্বের একমাত্র ঈশ্বর হলেন সৌরভ শক্তিমান আল্লাহ এবং মোহম্মদ (সাঃ ) তাঁর বার্তাবাহক -- এই বিশ্বাস ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাস রাখতেই হয়।
সালাহ বা নামায
৫ ওয়াক্ত নামায - নামাজ বা সালাত ইসলামের উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত নামায নির্দিষ্ট সময়ে আদায় করা আবশ্যক।
মুসলিম ধর্মে সালাহ বা প্রার্থনা হল দ্বিতীয় স্তম্ভ। এই সালাহ অনুযায়ী দিন পাঁচ বার নমাজ পড়তে হয় মুসলিমদের। সকালে সূর্যোদয়ের আগে, দুপুরে সূর্য যখন মাথার ওপরে, বিকেলে সূর্যাস্তের আগে, এরপর সন্ধেয় সূর্যাস্তের পরে এবং আরও একবার রাতে আল্লাহর কাছে প্রার্থনা জানান ধর্মপ্রাণ মুসলিমরা। পশ্চিমে মক্কার দিকে মুখ করে বসে হাত-মুখ ধুয়ে নমাজ পড়ার নিয়ম রয়েছে।
জাকাত বা দান
যাকাত প্রদান করা - এর অর্থ হলো "যা পরিশুদ্ধ করে" আরেক অর্থ হল “সম্পদের যাকাত”। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (হিসাব পরিমাণ) অতিক্রম করে তবে, গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়।
দরিদ্রদের দান করার প্রথা রয়েছে ইসলাম ধর্মে। দান করার সামর্থ্য যাঁদের রয়েছে, তাঁদের দান বা জাকাত করতেই হবে। অন্যের আর্থিক কষ্ট দূর করার দায়িত্ব সব মুসলিমকেই ভাগ করে নিতে হয়।
সোয়াম বা রোযা (উপবাস)
রামাযান মাসে রোযা রাখা (সিয়াম পালন করা) - সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোযা। প্রতিটি সবল মুসলমানের জন্য রমযান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ যার অর্থ অবশ্য পালনীয়।
উপবাস রেখে মুসলিমরা আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারেন বলে তাঁদের বিশ্বাস। রমজান মাসে উপবাস বা রোজা রাখলে মন পবিত্র ও শান্ত হয় বলে তাঁদের বিশ্বাস।
হজ বা মক্কাযাত্রা
সামর্থ থাকলে আল্লাহর ঘরের হজ্জ আদায় করা - আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। এটি পৃথিবীর সবচেয়ে বড় বাৎসরিক তীর্থযাত্রা।
হজ বা মক্কাযাত্রাকে ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ বলা হয়ে থাকে। আল্লাহর প্রতি ভালোবাসার প্রতিরূপ মক্কাযাত্রা বলে বিশ্বাস। জেরুজালেমের মক্কা শহরে জীবনে একবার অন্তত সব মুসলিমের যাওয়া কর্তব্য। (সামর্থ থাকলে)
ঈমানের স্তর কয়টি ও কি কি
ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি
ইসলামের ভিওি কয়টি ও কি কি
ইসলামের মৌলিক বিষয় কয়টি ও কি কি
Comments
Post a Comment
Please do not enter any spam link in the comment box. Thanks